মুশতাক আহমদ
মা গো তোমার ভাষায় বলবো কথা
লিখবো কবিতা শিল্প গাঁথা
হাসবো কাঁদবো তোমার কোলে
গাইবো গান প্রাণ খুলে
কেন ওরা করছে খবর দারী
আমি কি ওদের মানতে পারি
না গো মা, ওদের কখনো মানবো না
প্রাণের দাবীও ছাড়বো না
দাবী আদায়ে লড়তে রাজি
রাখতে পারি জীবন বাজী
বাজী তে তোমার ছেলে হারবে না
রক্ত দেখে না কাঁদবে না
মা গো তোমার ছেলের রক্তে আজ
ভাষা পরেছে সোনার তাজ
বিশ্ববাসী সালাম জানায় অহংকার মা গো তোমাকেই মানায়
আপনার মতামত দিন