——সাবরিনা সারমিন সুরভী–—–
আমি আকাশ ভালোবাসি খুব, নীল আকাশ ;
নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা,
গোধূলি বিকেলে সেই আলো ছায়ার খেলা;
আমি আকাশ ভালোবাসি, নীল আকাশ ।
তাইতো মনের মাঝে ধারণ করেছি নীল রঙের বিশালতা,
আচ্ছা নীল কী শুধুই বেদনার রঙ?
তবেই কি আমি নীল আকাশ ভালোবেসে হয়েছি আকাশনীলা ;
এই যেমন আমি তার চোখে মুগ্ধ নয়নে দেখি,
সে কি বুঝতে পারে কেন আমি তার চোখে তাকিয়ে থাকি!
সে কি বুঝতে পারে আমি তার চোখে নীল আকাশ দেখি;
আমি আকাশ ভালোবাসি, নীল আকাশ ;
আর তাই তার ঐ চোখের অনন্ত নীল মায়া দেখে,
আমি হয়েছি ‘আকাশনীলা ‘ ।
আপনার মতামত দিন