———-মোহাম্মদ শামছুল আলম——–
অনলাইন থেকে ৫ টি আন্ডারওয়্যার একসাথে ওর্ডার দেয়ার পরই কোয়ালিটি এবং সাইজ নিয়ে মুটামুটি ৫ মিনিটের একটা উপদেশ মুলক বক্তব্য শুনিয়ে দিয়েন আমাদের সর্বজ্ঞানী বাদশা ভাই,
যাই হোক ২০০ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ৫ টা একসাথে কিনে লস হলো কি লাভ হলো তা চিন্তা করার সুযোগ দিলাম না।।।
অবশেষে ফ্রেস গার্মেন্টস প্রডাক্টের যেমন গন্ধ করে তেমনই গন্ধ করা উইন উইন সিচুয়েশনে প্রডাক্ট গ্রহন করলাম।
একটা বিষয় ভালো লাগলো!! কোয়ালিটি যাই হোক একই কালারের সবগুলো কিন্তু সাইজে কিছুটা তারতম্য আছে।
যেহেতু পেন্টের নিচে থাকবে তাই যে জায়গা ঘামার ঘামুক কিন্ত সাইজ নিয়ে বাড়তি মাথা ঘামালাম না।
আমি ঢাকাতে টুনটুনি পাখির বাসার মত ৫ তলায় ছাদ সহ একটা বাসায় থাকি,, পুরো ছাদ প্রায় আমি একাই ব্যবহার করি।
পাশের দালান এই দালানের সাথে গা ঘেসে দাঁড়িয়ে আছে, চিপসের খোসা,, সিগারেট পুড়া ফিল্টার আমাদের ছাদে পাওয়া গেলে আমাদের শক্তিশালী কিন্তু বন্ধুসুলভ বাড়ীওয়ালা ইচ্ছে মত পাশের বাসার ওদের বকে দেয়!
আবার আসি আন্ডারওয়্যারের কথায়।
সেটা গত বর্ষার কথা।
বড় বড় ফোটায় ছাদে বৃষ্টি পড়ছে -তা জানালা দিয়ে দেখছিলাম,, হঠাৎ চোখে পড়লো আমার একটা আন্ডারওয়্যার পড়ে আছে প্রবাহমান ছাদের পানিতে,,,
নিজের খামখেয়ালিপনার জন্য নিজেকে তিরস্কার দিলাম!!
পরদিন কড়া রোদ উঠলো,, ভালো ভাবে গুড়ো সাবান দিয়ে সময় নিয়ে ধুইয়ে রোদে শুকালাম। কি মনে করে অতিরিক্ত আরেকদিন শুকালাম।
গল্পটা এখানেই শেষ ছিল,,
কিন্তু না, এরও তিনচার দিন পর ড্রয়ার দেখে মনে হলো আমার আন্ডারওয়্যার এর সংখ্যা বেশী বেশী লাগছে ……
একটা একটা করে গুনলাম, দেখা গেলো সেইম ডিজাইনের ৫ টির জায়গায় অতিরিক্ত ১ টি সহ মোট ৬ টি আছে। কালারের সামান্য ভিন্নতার কারনে পাশের বাসার অনুপ্রবেশকারী আন্ডারওয়্যারটিকে সনাক্ত করে আলাদা রাখা হলো।
সেটা এখনো আমার দখলে আছে কিন্ত ভাবছিলাম এই বিব্রতকর অনুপ্রবেশকারী আন্ডারওয়্যার টিকে কি করা যায়??