একুশের অনুভূতি

সাবরিনা সারমিন সুরভী

ফেব্রুয়ারির ২১ তারিখ নয়তো শুধু একটি তারিখ বা সংখ্যা,
যখন খুব ছোট ছিলাম জানতাম না এই দিনের তেমন কোনো বিশেষতা,
বাবার মুখে প্রথম শুনেছিলাম এই দিনে মাতৃভাষার জন্য ঝরেছিল প্রাণ,
সেই থেকে কল্পনায় জেগে উঠে রক্তে মাখা সেই রাজপথ,
এই দিনে প্রকৃতিও যেনো একটু নিস্তব্ধ হয়ে থাকে,
মনের মাঝে ভাই হারানোর বেদনা জেগে ওঠে,
প্রকৃতির এই নিস্তব্ধতা জানিয়ে দেয় শহীদ ভাইয়েদের সেই আত্মত্যাগের বাণী,
একুশ মানে কোনো সংখ্যা নয়, এটি রক্তমাখা সেই ভাষা আন্দোলনের কাহিনী ,
“রাষ্ট্রভাষা বাংলা চাই” কলরবে মুখরিত ছিলো সেই দিন,
আজ তাই অনুভূতিতে জেগে ওঠে শহীদের রক্তের ঋণ,
শহীদ মিনারের প্রতিটি স্তম্ভ স্মরণ করিয়ে দেয় একুশ আমাদের অহংকার,
অনুভূতিগুলো আজ সগৌরবে জানিয়ে দেয় মাতৃভাষা বাংলা আমাদের জন্মগত অধিকার ।
আজ তাই শ্রদ্ধাভরে শহীদ ভাইদের করি স্মরণ,
হে একুশ তুমি কোনো সংখ্যা নও,তুমি আমার ভাষার প্রতি মমত্ববোধের কারণ

আপনার মতামত দিন
শেয়ার করুন