কল্লোল তালুকদার
একুশ আমার চেতনা
একুশ আমার বিশ্বাস
একুশ আমার ভালবাসা
একুশ আমার নিঃশ্বাস।
আমার মায়ের মুখের ভাষা
কাড়তে পারেনি শকুন হায়েনা
বুক চিতিয়ে খেলো গুলি
করলো সুখের উল্লাস।
উর্দূ নাকি বাংলা
বাংলা বাংলা
হটে যাও ষড়যন্ত্রী
আর করিসনা ঝামেলা।
শ্লোগানে শ্লোগানে
রাজপথ নিলো দখলে
গুলি চালালো পাক হায়েনা
বাঙালী মাথা নোয়াতে জানেনা।
রক্ত দিতে জানে বাঙালী
কেড়ে নেয় অধিকার
৫২” থেকে ৭১
ফিরে পায় স্বাধিকার
বৃথা যায়নি রক্ত তাদের
সালাম রফিক জব্বার।
একুশ আমার শিরায় শিরায়
একুশ আমার ধমনীতে
একুশ আছে সূর্যোদয়ে
আছে সূর্যাস্তে।
রক্তে রাঙানো একুশ তোমায়
ভুলিতে না পারি
বার বার তুমি হয়ে আসবে
মোদের গর্বের ফেব্রুয়ারী।।
আপনার মতামত দিন