একুশ আমার একুশ সবার

জুনায়েদ মুন্সী

একুশ আমার ভালোবাসা

কালো পিচে ছবি

রক্ত দেয়ার ইতিহাসে

জ্বলছে অগ্নিরবি ।

একুশ নিয়ে শহিদ মিনার মাতৃভাষার দাবী ।।

একুশ থেকে স্বাধীনতা

যুদ্ধ মরণপণ

মায়ের ভাষার দাবী থেকে

নতুন উত্তরণ ।

লালসবুজের পতাকাতে স্বপ্নলোকের চাবি ।।

বাংলামায়ের একুশ থেকে

বিশ্ব পেলো দিশা

জগত বুকে ওঠলো জেগে

দিবস মাতৃভাষা ।

অহংকারের মুকুট মাথায় পুব-আকাশে রবি ।।

জুনায়েদ মুন্সী

ফেব্রুয়ারি ১৮, ২০২৩ সকাল ১০-১৫ মি।

আপনার মতামত দিন
শেয়ার করুন