গীতিকবি এম, এ, লাহিন ।
ভালবেসে মন ভরেনা
না দেখিলে তোমারে,
কি আগুন লাগাইলায় বন্ধু আমার অন্তরে।।
অন্তরেতে প্রাণ বন্ধু
তোমায় দিয়া ঠাঁই,
নয়নেতে তোমায় আমি
দেখিতে না পাই,
না দেখারি কত জ্বালা
কেমনে বুঝাই তোমারে।
কি আগুন লাগাইলায় বন্ধু আমার অন্তরে।।
লাহিন বলে প্রাণ বন্ধু
কোন দিন আসিবায়,
তোমার আশায় আশায় বন্ধু
দিন যে গইয়া যায়।
জীবন থাকতে দেখতে যদি পাইনা তোমারে ।
মরণের পরে বন্ধু
চাইনা তোমারে।
কি আগুন লাগাইলায় বন্ধু আমার অন্তরে ।।
আপনার মতামত দিন