চেতনায় একুশ

<=========>

কলমেঃ মুশতাক আহমদ

**********************

একুশের চেতনায় কথা বলি

একুশের চেতনায় পথ চলি

একুশের চেতনায় স্বপন দেখি

একুশের চেতনায় লিখন লিখি

একুশ আমার অলঙ্কার

একুশ আমার স্বাধিকার

একুশ আমার সবুজ ফাগুন

একুশ আমার রক্ত আগুন

একুশ আমায় ভাবতে শেখায়

একুশ আমায় লড়তে শেখায়

একুশ আমায় ত্যাগী বানায়

একুশ আমায় ভাগী বানায়

একুশ নয় ফুলের মালা

একুশ নয় পূজোর ডালা

একুশ নয় গানের গলা

একুশ নয় মিথ্যে বলা

একুশ শেখায় ভালোবাসা

একুশ শেখায় বাঁচার আশা

একুশ শেখায় সাহসিকতা

একুশ শেখায় গভীরতা

একুশ রোখে মিথ্যে ভয়

একুশ রোখে যা সত্য নয়

একুশ রোখে স্বজনপ্রীতি

একুশ রোখে দূর্নীতি

একুশ মানে মাথা উঁচু

একুশ মানে অনেক কিছু

একুশ মানে দীপ্ত শপথ

একুশ মানে মুক্ত পথ

একুশ টানে রাজপথে

একুশ টানে শহীদ হতে

একুশ টানে বীর হতে

একুশ টানে সম্মান দিতে

একুশ সাজে গাছ-গাছালিতে

একুশ সাজে পাখ-পাখালিতে

একুশ সাজে ফুল-ফসলে

একুশ সাজে মায়ের বলে

একুশ এক স্পন্দন

একুশ এক আন্দোলন

একুশ এক তপ্ত শ্বাস

একুশ এক ইতিহাস

আপনার মতামত দিন
শেয়ার করুন