জীবনের অমিল

তাহিরা জাহরা

কারো বাসা ফ্ল্যাটে

 আর কারো বাসা বস্তি

কেউ থাকে আরামে

আর কেউ পায় শান্তি-

কারো জীবন স্বচ্ছল

 আর কারো বা অসচ্ছল

 কারো মুখে হাসি

 কারো চোখে পানি টলটল

কারো পেশা ডাক্তার

আর কেউ আয়া মাসি

কেউ আছেন শিক্ষক

আর কেউ আছেন চাষি।

আপনার মতামত দিন
শেয়ার করুন