ধ্রুব গৌতম
আকাশ আজি বললো আমায় ডেকে
চাঁদের চেয়েও অরূপ তোমার রূপ,
মায়াবী চাঁদ অট্ট হাসি হেসে
ধমকে বলে বলিস না আর চুপ।
প্রখর রুদ্র আমার কানে কানে
তোমার কথা বললো আপন ভেবে
মেঘে মেঘে কেটে গেলে বেলা
প্রখরতায় তোমায় ডেকে নেবে।
বনের পাখী কিচির মিচির ডেকে
বললো আমায় তাদের মত করে
ঝড় বৃষ্টি শীতের প্রকট কালে
তোমায় তারা নিবে তাদের ঘরে।
বনবীথির হাজার হাজার ফুল
খুশীর ঘোরে নাচলো দোলে দোলে
তোমার গায়ের গন্ধ সুবাসিত
সত্যি আমায় বললো পরান খোলে।
তোমায় নিয়ে উঠলো মেতে সবে
রূপের গুণের গাইলো গুণগান
যে যাই বলুক তুমি আমার শুধু
তোমার সাথে বাঁধা আমার প্রাণ
আপনার মতামত দিন