লিপটন রায়ের কবিতা

ঊজ্জ্বল রায়

ঠিক বেরিয়ে যাব কোনদিন
হয়তো দাঁড়াবো কোন এক রোদ ঝলমল আদিগন্ত সবুজে
তার ঝলমলে সুখে ডুবে যেতে যেতে
হয়তো মনে পড়ে যাবে
ফেলে আসা কোনো বির্বণ সুখ
হয়তো ঠোঁটের কোণে তখন বেদনা বিধুর
এক ফালি স্মিত হাসি

সেই সুখের অবগাহনে আঁধার নেমে এলে
জ্যোৎস্না রাতে হেঁটে হেঁটে চলে যাবো
শুকিয়ে যাওয়া কোন এক নদীর কাছে
তার বেদনায় ভরা বালুচরে বসে
তার খরস্রোতা দিনের কথা শুনে যেতে যেতে
হয়তো মনে পড়ে যাবে
ফেলে আসা কোন নিঝুম বেদনা
বুক চিরে বেরিয়ে যাবে কি তখন কোন দীর্ঘশ্বাস?
জানা নেই

অথবা হেঁটে যেতে যেতে দীর্ঘপথে
ভুলে যাবো ভুলে যাবো ভুলে যাবো
বিগত স-ব

আপনার মতামত দিন
শেয়ার করুন