শিরোনামহীন

এডঃআমিরুল হক
———–(ভাষা শহীদদের শ্রদ্ধায় 🙇প্রার্থনায় 🤲স্মরন)


আমার দেখায় একুশ মানে;
শহীদদের প্রতি শ্রদ্ধার পরিবর্তে
মুখ্যত নিজেকে প্রকাশিতে
শহীদ বেদীতে দিতে যাওয়া ফুল!

আমাদের ভাবনায়;
সন্তানের পড়াশোনায়;পছন্দের তালিকায়
প্রধানত স্হান পায় ইংলিশ মিডিয়াম স্কুল!
বাংলা বলতে অত্যাধুনিক সমাজে তাচ্ছিল্যের ভাব,
বাংলার প্রতি এখনো ভালোবাসা শ্রদ্ধাবোধের অভাব !

একুশ মানে
বাংলা ভাষার জন্য অকাতরে দিয়েছিলেন প্রান কতো নওজোয়ান
বাংলা মায়ের কতো দামাল ছেলে সেই উনিশশো বায়ান্ন সালে!
বাইশে এসে দেখি বিস্ময়ের সাথে;এই বাংলায় কতো মেয়েছেলে চাকুরী পায়না ইংলিশে দূর্বল বলে!

একুশের ইতিহাস সৃষ্টি হয়েছিলো
আমার ভাইয়ের বুকের তাজা রক্তে
সর্বত্র বাংলা ভাষা চালুর দাবিতে!
বলতে হয় দুঃখের সাথে ;
একবিংশ শতাব্দীতে এসেও
ইংরেজিতে রায় লিখা হয় বাংলাদেশের সর্বোচ্চ আদালতে!

শহীদের স্মৃতি রক্ষার্থে নির্মিত যে শহীদ মিনার!
সারা বছর দখলদারিত্ব হেতা ভাসমান পতিতার!
আমাদের শহীদ মিনারে
জুতা পড়ে স্বগর্বে অবস্থান করে কিছু বেজন্মা রাজনৈতিক
শহীদ মিনারে বিশ্রাম নিতে যায় ক্লান্ত পথিক
দিন মজুর ড্যান্ডিখোর আর রিক্সার ড্রাইভার!
শ্রদ্ধা ভক্তি নিয়মনীতির প্রতি ভ্রুক্ষেপ আছে কার?

আমাদের তৃপ্তি ;
আমরাপেয়েছি আন্তর্জাতিক স্বীকৃতি ;
বিকৃতির এই সংস্কৃতিতে আমি ভীষন মর্মাহত ব্যথিত লজ্জিত বিস্মিত রীতিমতো চিন্তিতআমি নগন্য অতি!
সোনার বাংলা 🇧🇩🇧🇩
বন্ধ করো শহীদদের নিয়ে এই তামাশার খেলা!
আমার ভাইয়েরা শান্তিতে ঘুমাক করিওনা ঝামেলা 👏
ভাষার জন্য আত্মত্যাগের বদৌলতে
পুরস্কারে ভুষিত করবেন মহান আল্লাহতালা ইনশাআল্লাহ

আপনার মতামত দিন
শেয়ার করুন