সিলেট বেতারে আমার ২৭ বছর”

মেহেরাজ আহমেদ

হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরাণ (রঃ) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, হাওড়-বাওড়, পাহাড়-টিলার মাঝে ছড়িয়ে আছে এক সম্ভাবনার আধার। এই অঞ্চলের শিক্ষা, তথ্য, বিনোদন এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে সচেতনতা সৃষ্টি ও জীবন মানের ইতিবাচক পরিবর্তন, সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ ও লালনের জন্যই সিলেট বেতারের জন্ম। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের জন্য ১৯৫৫ সালে সরকার কর্তৃক সিলেট সদর উপজেলার সাদিপুর ২য় খন্ড ও দেবপুর মৌজায় মোট ৬০ (ষাট) একর ভূমি অধিগ্রহণ করা হয়। ১৯৫৮ সালে শহরের টিলাগড়স্থ বর্তমান সরকারী কলেজ ছাত্রাবাসের মূল ফটকের বিপরীতে অধিগ্রহণকৃত ভূমিতে ০২ (দুই)টি স্টুডিও সম্পন্ন ট্রান্সমিটার হল নির্মাণ করা হয় এবং ০২ (দুই) কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ১৬৩ কিলোহার্জ এ.এম. ট্রান্সমিটার স্থাপন করা হয়। ১৯৬১ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রীলে করার মধ্য দিয়ে সিলেট কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম সর্বপ্রথম শুরু হয়। পরবর্তীতে ১৯৬৭ সালের ২৭শে অক্টোবর থেকে সিলেট কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় এবং ১৯৭০ সাল থেকে ইহা পূর্ণাঙ্গ আঞ্চলিক বেতার কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৭৮ সালের ২২শে নভেম্বর ২০ (বিশ) কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন ৯৬৩ কিলোহার্জ এ. এম ট্রান্সমিটার স্থাপনপূর্বক সম্প্রচার শক্তিশালী করা হয়। প্রেরণকেন্দ্র হতে সম্প্রচার ও প্রশাসনিক কার্যক্রম পৃথক করার উদ্দেশ্যে ১৯৭৩ সালে সিলেট মীরের ময়দানস্থ অধিগ্রহণকৃত ভূমিতে অবস্থিত একটি বাড়ীতে প্রাথমিকভাবে সম্প্রচার ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১৯৮২ সালে স্টুডিও ও প্রশাসনিক ভবন নির্মাণ সমাপ্ত হওয়ার পর স্থায়ীভাবে মীরের ময়দানস্থ বেতার ভবন হতে আর কেন্দ্রের সম্প্রচার ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০০৭ সাল থেকে ০১ (এক) কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ১০৫.০ মেগাহার্জ তরঙ্গের এফ এম ট্রান্সমিটারের মাধ্যমে অত্র কেন্দ্রের এফ এম সম্প্রচার শুরু হয়। ২০১২ সালের এপ্রিল মাসে আরেকটি ১০ (দশ) কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ৮৮.৮ মেগাহার্জ তরঙ্গের এফ. এম ট্রান্সমিটার স্থাপন করা হয় এবং এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। ২০১৩ সালের জুন মাসে ০৫ (পাঁচ) কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ১০০ মেগাহার্জ তরঙ্গের এফ এম ট্রান্সমিটার স্থাপন করা হয় এবং এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রটি বর্তমানে সিলেট অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহ সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ক অনুষ্ঠান প্রচার করে থাকে। নিজস্ব অনুষ্ঠান ছাড়া ঢাকা থেকে প্রচারিত সংবাদ ও জাতীয় অনুষ্ঠান রীলে করে থাকে।

আপনার মতামত দিন
শেয়ার করুন