—– সাবরিনা সারমিন সুরভী —–
একদিন সন্ধ্যায় হাঁটছিলাম চেনা পথ ধরে,
কিছুটা উদাসীন, আর কিছুটা আনমনে ।
ল্যাম্পপোস্ট এর আলোয় আলোকিত নগরীর রাস্তা,
লাল-হলুদ-সবুজ ট্রাফিকের লাইট ।
রাস্তার ধারে ফুটপাতে ব্যস্ত মানুষের হেঁটে যাওয়া,
দেখছিলাম চোখ ভরে,আর হাঁটছিলাম আনমনে।
হঠাৎই দূরের একটি মায়ায় আটকে গেলো চোখ,
ঘোর কাটিয়ে চেয়ে দেখি একটি কমলা রঙের গোলাপ ।
তাঁর সৌন্দর্য্যে কেটে গেল সমস্ত উদাসীনতা,
আমায় সে শুনিয়ে গেলো আত্মবিশ্বাসের বার্তা ।
তাঁর মায়ায়, ভালোবাসায় হারিয়ে গেলাম;
সেই মুহুর্তে আমি যেন আমার নিজেকে খুঁজে পেলাম ।
দুঃখ মুছে শুরু হলো সুখের সাথে প্রেমালাপ,
মনকে পরিশুদ্ধ করেছিলো সেই ”কমলা রঙের গোলাপ”।
আপনার মতামত দিন