জোছনা ভরা রাতে

———– ইঞ্জিঃ মোঃ মনসুরুল হক————

হে নারী! বুকের দুকুল ভেঙ্গে কি লাভ হল তোমার শুনি
হে নারী! তোমার জন্যতো চারিধারই আমি রেখেছি খালি।

হে নারী! প্রতিদিন চাদঁটা হাজির করতাম দু’চোখে আমি
হে নারী! জোছনা ভরা রাতে আমার খুশি আর খুশি।

হে নারী! তোমার অপেক্ষায় আর কতদিন থাকবো আমি
হে নারী! বিষের বীণে হৃদয়ে শুধু কষ্টটা অনুভব করি।

হে নারী! তুমি কেবল হৃদয় নিয়েছ শুধু কারি
হে নারী! খুশীর আনন্দে কোলে তুলে নিলাম আমি।

হে নারী! তোমার জন্য এ জীবনকে রেখেছি বাজী
হে নারী! তুমি চাইলে স্বর্গের সুখ বির্সজন দিতে পারি।

হে নারী! আমার জীবন স্বর্গ নরক সবই বেঁচে নিলাম আমি
হে নারী! এক মুঠো সুখ চাওয়াটা কি খুব বেশি ছিল দাবি।

আপনার মতামত দিন
শেয়ার করুন