টিনের চালে বৃষ্টি পড়ার মধুর রোমান্টিক শব্দে।

—-মোহাম্মদ শামছুল আলাম ০২.০৭.২০২৩ দুপুর ১২ টা ৫০।–

বর্ষাকালে বৃষ্টি পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু সিলেটের বৃষ্টির যেন বাড়াবাড়ির শেষ নাই। যখন ঘুম থেকে উঠি তখনও বৃষ্টি যখন ঘুমাতে যাই তখনও বৃষ্টি। বৃষ্টি বন্ধি, বর্ষা বন্ধি, বৃষ্টি আর বর্ষার কারাগারে যেন এবারের ঈদ উদযাপন।

এই অস্বাভাবিক বড় বড় ফোটার অতি বৃষ্টিকে উপলব্ধি করতে হলে সিলেট অঞ্চলে এসে বসবাস করতে হবে। ঢাকায় ৫ তলায় বসে এই সিচুয়েশন উপলব্ধি করা যাবে না।
আমার সিলেটের বাসা উপরে টিনের চাল,, গত চারদিনই ঘুম ভেংগেছে টিনের মধ্যে বৃষ্টি পড়ার মধুর রোমান্টিক শব্দে। কোর্মা পোলাও ভালো লাগে কিন্তু প্রতিদিন কেউ জোর করে খাওয়ালে কেমন লাগবে?
টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ তেমনই লাগছে।
অসহায় ভাব নিয়ে জানালা দিয়ে উঠানের মধ্যে জমে থাকা পানির দিকে তাকিয়ে থাকি। বৃষ্টি পড়ার ঝম ঝম শব্দে ভ্রম সৃষ্টি হয়।

গত তিন বছরে সিলেটে যেন বৃষ্টির পরিমান বেড়েছে, আর সেই সাথে অপরিকল্পিত নগরায়নের ফলে শহর থেকে পানি নিষ্কাশনের পথ কমেছে। অতি বৃষ্ট হলেই প্রতি বছর কয়েকবার ঘরের মধ্যে ১ ফুটের মত পানি উঠা স্বাভাবিক হয়ে দাড়িয়েছে। গতবছর ২ লক্ষ টাকা খরচ করে ঘর উচু করিয়েছি,,টাইলস লাগানো সহ। ঘর উচুর সাথে পানির পরিমান প্রতিযোগিতা করে বেড়ে চলছে।
এবছর ইতিমধ্যে ১ বার পানি ঘরে উঠেছে। আজকের বৃষ্টির লক্ষন ভালো দেখাচ্ছে না,, অসহায় অসহায় ভাব নিয়ে অনলাইনে ,,,
ম্যাডাম প্রিপারেশন নিচ্ছে ,, স্বাগত জানানো হবে ঘরে উঠা পানিকে। সর্বশেষ খবর ঘরে পানি ঢুকতে শুরু করেছে ।।

আপনার মতামত দিন
শেয়ার করুন