দিনলিপি ৩১.০৫.২০২৩

পশ্চিম ধানমন্ডির ৫ তলায় চিলে কোঠায় দুই রুমের বাসায় বড় রুমটাতে যখন আবহাওয়া গরম থাকে তখন প্রচন্ড গরম লাগে অন্য রুম তুলনামূলক ছোট কিন্তু গরম যথেষ্ট কম,, বিছানা থেকেই মসজিদের মাইক দেখা যায়,, জানালায় দাড়ালে আমার নিজের হাতে করা ছাদ বাগানের গাছগুলো দেখে একটা শান্তি শান্তি ভাব অনুভব হয়।

মসজিদের মাইক সর্বোচ্চ ৪০ মিটার দূরে হবে, ফজরের আজানে নামাজের জন্য ঘুম না ভাংগার কোন সুযোগ নাই, অবশ্য ফজরে এলার্ম বাজবেই,, বিবিধ এলার্ম,,,অনলাইনে হোক বা অফলাইনে হোক বা ফেইস টু ফেইস হোক বয়ান সহ আমার ম্যাডামের এলার্ম অবধারিত,,, নামাজ না পড়া পর্যন্ত বাজতে থাকবেই,, আমিও স্মার্ট সন্তানের বাবা হিসাবে এলার্ম বিগড়ানোর আগেই নামাজ আদায় করা রপ্ত করে ফেলেছি,,ইহকালেও শান্তি পরকালেও শান্তি।

ফজরের আজানে ঘুম ভাংগার সাথে সাথে মনে হলো আজ অফিসের একটা প্রজেক্টের জন্য তিনটা টিভির রিকুইজিশন দেয়া ছিল,,, কিন্তু কোন কনফার্মেশন মেইল পাওয়া যায় নি। সাথে সাথে কলিগ রবিউল ভাইকে মেসেজ পাঠালাম,, তিনিও ফজরের সময় উঠে পড়েন দুজনে চেক করে দেখলাম, ভেন্ডর কে ইনফর্ম করলাম,, যাতে অল্প সময়েই প্রয়োজন টা মেকাপ করা যায়। আল্লাহকে ধন্যবাদ জানালাম, ৬ষ্ট ইন্দ্রিয় নামক একটা গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় আমাদের দেয়ার জন্য।

প্রতিদিন সন্ধ্যা রাতে দুটো রুটি সবজি খাওয়ার পর রাতে আর কিছু খাওয়া হয়না,বা খাইনা, তাতে সকাল বেলা ঘুম ভাংগার পরই ক্ষুধা অনুভব হয়।

ভাত রান্না করতে করতে ছাদ বাগানের কিছু পরিচর্যা করলাম,, প্রচুর সবজি হয় কিন্তু খাওয়া হয়না
কারন করলা ৩টা ধরলে,, অপেক্ষায় থাকি ৮/১০ টা করল্লা ধরলে একটা ভাজি হবে,, সেই অপেক্ষা করতে করতে প্রথম তিন টা পেকে যায়,, মানে কিছু ধরে আর কিছু পাকে,,
বেগুনের একই অবস্থা,, এবার চাল কুমড়া লাগিয়েছি যাতে ১ টা ধরলেই একটা খাওয়া যায়।

৬ টা বাজার আগেই বিদেশীদের কল আসলো শিমুল আর আরিফ গ্রুপ কল করেছে,, একজন আমেরিকা থেকে অন্য জন্য ইংল্যান্ড থেকে,,, এই গ্রুপ টা খুব বড় না এরা সবাই স্কুল জীবনের বন্ধু, তারা রুটিন করে ফোন করে, আমি আমার সুবিধা মত জয়েন করি,,, আমি অনিমিয়ত।
তাদের সাথে আজকের আলাপের সারমর্ম উল্লেখ করা যায়,,
১. রান্নাবান্না ছোট বেলা থেকেই সমান ভাবে ছেলেদেরও শিখানো উচিত। পুরুষরা রান্না করলে ক্ষতির কোন দিক নাই,, এই গ্রুপে একটা মিল পাওয়া গেলো সবার মধ্যে,, শিমুল, আরিফ, লিপু, লিপটন, নোমান, আমি, আমরা সবাই নিজেই রান্না করি বা করতে হয়।
২. পুরুষ একা বাসায় থাকলে রান্না বান্না করলে সব তরকারী টেস্ট হয়,, যেহেতু ময়লা বাসন কোসন নিজেকেই পরিস্কার করতে হয়,, সেই গুলো আর জমিয়ে রাখা হয় না,, যখন ময়লা তখনই পরিস্কার,,
চলবে
এখন সকাল ৭ টা ২৬ বাজে। ৩১ মে ২০২৩

আপনার মতামত দিন
শেয়ার করুন