—–রীনা দাস—-
আকাশ ছুঁতে চাই না
মাটিতেই বেশ আছি,
সুখের অট্টালিকা চাই না
মাটির কুটিরে বেশ আছি,
কোনও ঝলমলে আলো হতে চাই না,
মাটির প্রদীপ হয়ে বেশ আছি,
কষ্টিপাথরে পরখ করা
খাঁটি সোনা হতে চাই না
নকল সোনা হয়ে বেশ আছি,
অভিনয়ের ভালোবাসা চাই না
অবহেলার মাঝে বেশ আছি,
কোকিল ডাকা বসন্ত হতে চাই না
চৈত্রের খরা হয়ে বেশ আছি,
কোনও সুগন্ধি ফুল হতে চাই না
বনফুল হয়ে বেশ আছি,
প্রতিবাদের জলন্ত অগ্নিশিখা হতে চাই না
পৌষের নিঃশব্দ রাতের কুয়াশা হয়ে বেশ আছি,
পৃথিবীর উল্টো পিঠ নিয়ে
আমি আমাতেই বেশি আছি।
আপনার মতামত দিন