সহজ সরল নারী!

————–মুশতাক আহমদ——————

জগতের মাঝে নারী না-কি
অতি সহজ-সরল
ঘর বাঁধলে বুঝতে পারবে
কতটা সে গরল

সহজ-সরল বলেই না-কি
ছেড়েছে বাপের বাড়ি
সত্যি করে বলতো দেখি
কখনো কি মারেনি ঝাড়ি

এতো টা সহজ-সরল হলে
ঝাড়ি টা মারলো ক্যামনে
কখনো কি অন্য নারীর প্রশংসা
করতে পারবে তার সামনে

একবার করেই দ্যাখো না
ব্যাপার টা কোথায় দাঁড়ায়
ঘরে তো জায়গা হবেই না
এমনকি হবে না পাড়ায়

হোক সে তোমার মা-বোন
কন্যা কিংবা প্রিয়তমা স্ত্রী
অন্যের প্রশংসা শুনলে
করবে শুধু আহাজারি

আপনার মতামত দিন
শেয়ার করুন