“হয়তো মনে পড়বে”

—-সাবরিনা সারমিন সুরভী—-


মাঝে মাঝে হয়তো মনে পড়বে,
সেই সরল আকুলতা,নিষ্পাপ চাহনি;
ভুলে যেতে চাইলেও কিচ্ছু ভোলা হবেনা,
মনে পড়বে সেই দুপুরের রোদ আর কিছুটা ভালো সময়,
সেই পিচঢালা পথে হাতে হাত রেখে হেঁটে যাওয়া।
মায়াবী হাসিমুখ আর অপলক তাকিয়ে দেখা,
হয়তো সবই মনে পড়বে যা আছে স্মৃতির পাতায় আঁকা ।
কিছুটা শাসন-বারণ,কিছুটা যত্ন আর নিঃস্বার্থ মায়া,
জানালার পাশের সিট টা খালি হলেই মনে পড়বে ।
কতটা ভরসায় কেউ ভালোবেসেছিল,
দিয়েছিলো মন ছোঁয়ার অধিকার ।
ঘুম ভাঙতেই মনে পড়বে কারও মলিন মুখ,
কিচ্ছু ভোলা হবেনা, বিলীন হবে সব সুখ ।
সেই ঝলমলে সন্ধ্যায় হঠাৎ আসা কিছু মুহূর্ত,
হয়তো মাঝে মাঝে সব মনে পড়বে, মনে পড়বেই ।

আপনার মতামত দিন
শেয়ার করুন