“হারিয়ে যাই নি গুম হয়েছি❞

——সাবরিনা সারমিন সুরভী—–

হে পৃথিবী শোন,হারিয়ে যাইনি আমি
গুম হয়েছি সময়ের হাতে;
নিরবে নিভৃতে একদিন হঠাৎ করেই,
নিখোঁজ সংবাদ নেই তাই কোনো;
কিংবা নেই কোনো ব্রেকিং নিউজ ।
আমি তো পাখি হতে চেয়েছিলাম,
কেনো তবে সময়ের খাঁচায় বন্দী হলাম!
হাসতে আমার খুব ভালো লাগতো,
সকলে বলতো সুহাসিনী,
আজ কতদিন হলো আমি মন খুলে হাসি নি ;
হাসি আমাকে খুঁজে কিনা জানিনা,
তবে অনেকদিন আমি হাসি খুঁজিনি ।
ভেবেছো হারিয়ে গিয়েছি?
নাহ! মোটেও হারাইনি,গুম হয়েছি সময়ের হাতে ;
সময় তার নিজের ইচ্ছায় চলে,
সে কি আর আমার বারণ শোনে!
জীবন থেকে আমি কিছু শিখতে পারিনি ঠিকই,
কিন্তু আমার থেকে জীবন শিখেছে অনেক কিছুই ।।
তাই আজ আর নেই কোনো তাড়া;
জানিনা কবে পাবো সময়ের হাত থেকে ছাড়া।
সম্ভাবনার মিছিলে আলোকবর্তিকা হয়ে ফিরবো একদিন,
হে পৃথিবী শোনো,এক আকাশ হাসি উপহার দিবো সেইদিন ।

আপনার মতামত দিন
শেয়ার করুন