বাতায়নের প্রথম সংখ্যা প্রকাশ হয়েছিল ১৯৯২ সালের ২১শে ফেব্রুয়ারীতে । তিন দশকে বাতায়ন নিয়মিত -অনিয়মিত ভাবে প্রকাশ হয়েছে ১০ টি সংখ্যা । অনলাইনের এই যুগে পাঠক এবং বাতায়নের শুভানুধ্যায়ীদের কাছ থেকে সব সময় একটা তাগিদ ছিল অনলাইনে বাতায়ন প্রকাশের জন্য । অনলাইনে রুপান্তর কাজে যিনি একক ভাবে কৃতিত্বের দাবীদার তিনি হলেন অনলাইন বাতায়নের ব্যবস্থাপনা সম্পাদক এবং সংগঠনের অন্যতম প্রতিষ্টাতা প্রবাসী সংগঠক জনাব সোলেমান আহমদ ।
আমরা তাকে সকল সদস্য এবং পাঠকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের ব্যর্থতা ছিল আমরা আমাদের পাঠাগার কার্যক্রমকে ধরে রাখতে পারিনি। সময় বদলায়, আমরা হাল ছাড়িনি, আমরা এখনও স্বপ্ন দেখি আর আমাদের স্বপ্ন গুলো ভেসে বেড়ায় অফলাইন থেকে অনলাইনে । সময় যায়- এক চ্যানেল বিশিষ্ট টেলিভিশন দেখার সক্ষমতা থেকে বহুচ্যানেল যুগে প্রবেশ করলাম। মোবাইল ফোন আর ইন্টারনেট বিহীন যুগ থেকে আমরা প্রবেশ করলাম মোবাইল ফোন আর ইন্টারনেট যুগে। বাতায়ন স্রোতের বিপরীতে চলতে চায় না, বাতায়ন চায় আমরা যাই-ই করি না কেন শেকড় থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে পড়ি। আমরা চেষ্টা করেছি বাতায়নের এ সংখ্যায় শেকড় সন্ধানী লেখা সংযুক্ত করতে, অতীতের মত আগামী সংখ্যাগুলোতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে।
বাতায়নের সূচনা সংখ্যা থেকে বর্তমান অনলাইনের সংখ্যার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে এ সংখ্যায় যারা মূল্যবান লেখা বা অন্য কোন না কোন ভাবে সহযোগিতা করে বাতায়নকে আরও সমৃদ্ধ করেছেন।
xyz